বইঃ আমার কথা
‘ঐক্যবদ্ধ শক্তি সাফল্যের মেরুদণ্ড’
সৈয়দ আবুল হোসেন বেশ কয়েকটি বই লিখেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আমার কথা’। এই বইয়ে তিনি নিজের চিন্তা, কর্মকান্ড, মূল্যবোধ, নানা অভিজ্ঞতা ও পরিকল্পনা সম্পর্কে লিখেছেন। এটি পড়লে তাকে যারা পুরোপুরি চিনেন না তাদের সুবিধা হবে। বইটি ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ধারাবাহিকভাবে ছাপছে। আজ পড়ুন বইটির প্রথম অধ্যায় ‘ঐক্যবদ্ধ শক্তি সাফল্যের মেরুদণ্ড’
বাংলাদেশ জনভারে ন্যুব্জ কোনো পরমুখাপেক্ষী দেশ নয়। বাংলাদেশ আজ ১৬ কোটি কর্মীবাহিনীর ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান একটি উদ্ভাসিত জাতি, যার শিকড় পাতালের গভীরে আর মস্তক আকাশের চূড়ায়। আমরা এখন আমাদের নিয়ে একাই এগিয়ে যেতে পারি। পদ্মা সেতু প্রকল্পের মতো বিশাল প্রকল্প নির্মাণেও আমাদের কারও মুখাপেক্ষী থাকতে হয় না। এটি আমাদের ঐক্যবদ্ধ শক্তি, স্বপ্নমুখর জাতির সামগ্রিক ইচ্ছা আর ঐকান্তিক চেষ্টার প্রতিফলন।
এ একটি পতাকা ও বিজয়ের হাসি ঐক্যবদ্ধ হওয়ার শক্তি- আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য। সবার পরিচয়ের ও বিশ^াসের কেন্দ্রবিন্দু হচ্ছে ‘স্পিরিট’। একই উদ্দেশ্য এবং স্বদেশপ্রেম- আমাদের শক্তি, উৎসাহ ও উদ্যম দেয়। প্রতিশ্রুতিবদ্ধ ও সাহসী করে তোলে। জার্মান কবি, দার্শনিক, ইতিহাসবেত্তা ও নাট্যকার জোহান ক্রিস্টোফ ফ্রেডরিক ফন শিলার (Johann Christoph Friedrich Von Schiller)-এর ভাষায় বলা যায় : Even the weak become strong when they are united. আমরা আজ ঐক্যবদ্ধ, আমাদের শক্তি এখন তাই অজেয়।
সমসাময়িক দক্ষিণ এশিয়ার ইতিহাসে জোটভুক্ত দেশ হিসাবে বাংলাদেশ ছোট হলেও বিভিন্ন দিক থেকেই সবচেয়ে বেশি সফল ও সার্থক। জাতি হিসাবে আমাদের সফলতা ইতিহাসের এ গুরুত্বপূর্ণ পাঠ শিক্ষা দেয় যে, কেউ ইচ্ছা ও পণ করলেই নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারে এবং পৌঁছে যেতে পারে কাক্সিক্ষত লক্ষ্যে আর জাতিকে নিয়ে যেতে পারে বিশ্বমানের অঙ্গনে।
কোনো জোটই উন্নতিলাভ করতে পারবে না, যদি কেবল তা বস্তুগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গঠিত হয়। আমরা কোনো সংঘবদ্ধ কোম্পানি নই, বরং আমরা সংঘবদ্ধ মানবসমাজ। আমরা একটি জাতি, যার আছে সুপ্রাচীন ঐতিহ্য এবং অবিনাশী লক্ষ্যে ভরপুর উজ্জ্বল সম্ভাবনা আর স্বপ্নিল ভবিষ্যৎ। আমাদের লক্ষ্য অযুত, রথ নিযুত; সে নিযুত রথে চড়ে আমরা জয় করে নিতে পারি অযুত পথের দিশা। তাই কেউ আমাদের ঠেকাতে পারবে না, কোনোদিক দিয়ে, কোনোভাবে। আমরা জানি ঐক্যের সখ্যে কীভাবে নিজেকে গঠন করে কাক্সিক্ষত সাফল্য ছিনিয়ে আনতে হয়।
জোটের জনগণকে একই ছাতার নিচে নিয়ে আসতে চাইলে অবশ্যই স্বদেশপ্রেম থাকতে হবে। সবার একই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, অবশ্যই দলীয় শক্তি হিসাবে কাজ করতে হবে। জোটের এবং জোটের জনগণের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে। আস্থা শক্তির প্রতীক। বিশ্বাস আর কর্মের মাধ্যমে আস্থা পরস্পরকে নিবিড় শক্তিতে রূপান্তরিত করে। জোটের বন্ধন আস্থার মাধ্যমে শক্তিশালী হয়। পরস্পর সহানুভূতি আর ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সামষ্টিক স্বার্থকে গুরুত্ব দিলে আস্থা ইস্পাত-কঠিন ঐক্যে পরিণত হয়।
প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও একাগ্র লক্ষ্যের সমন্বয়ে এই দেশের জনগণ অভিন্ন মূল্যবোধ প্রতিষ্ঠিত করেছে এবং তারা গভীর স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে, যা ক্রমাগতভাবে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে একসঙ্গে তাদের পরিচালিত হতে সহায়তা করেছে। আমরা মানুষ প্রায় ১৬ কোটি কিন্তু আমাদের চিন্তা একসূত্রে গ্রথিত, আমাদের বিশ্বাস ঐক্যের অভিন্ন রজ্জুতে সমর্পিত। তাই আমরা প্রায় ১৬ কোটি হয়েও এক : : One country, one constitution, one destiny and this is our country, Bangladesh.
জোটবদ্ধ শক্তিতে চারটি গুরুত্বপূর্ণ উপদান কাজ করে। প্রথমত, আমাদের মাটি, দ্বিতীয়ত, আমাদের কর্মীবাহিনী, তৃতীয়ত, পতাকা এবং চতুর্থত, আমাদের সরকার।
শর্তাবলির মধ্যেই রয়েছে এর প্রতীকীবাদ। আমি মনে করি, জোটবদ্ধ শক্তিতে চারটি গুরুত্বপূর্ণ উপদান কাজ করে। প্রথমত, আমাদের মাটি, দ্বিতীয়ত, আমাদের কর্মীবাহিনী, তৃতীয়ত, পতাকা এবং চতুর্থত, আমাদের সরকার। অন্য কথায়, কর্মীবাহিনী কেবল দেশকে ভালবেসে কাজ করবে, একটি পতাকার নিচে এবং এক নেতৃত্বের অধীনে। যে নেতৃত্ব নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে জনকল্যাণে এবং দেশের ও বিশ্বের উন্নয়নে সবসময় সজাগ থাকবে।
আন্তর্জাতিক ও আঞ্চলিক জোটেও বাংলাদেশ সক্রিয়। বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক সরকার-ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও বিমসটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া বাংলাদেশ জাতিসংঘ, বিশ্ববাণিজ্য সংস্থা, বিশ্ব শুল্ক সংস্থা, কমনওয়েলথ অব নেশনস, উন্নয়নশীল ৮টি দেশ, জোট-নিরপেক্ষ আন্দোলন, ওআইসি ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য।
দেশের নেতা, কোম্পানির প্রধান, দলপতি বা অন্য যেকোনো ক্ষেত্রে নেতাসহ সকলের প্রতি আমার আহ্বান, চলুন, আগে মানুষের হৃদয়গুলোকে ঐক্যবদ্ধ করি, তারপর তাদের প্রচেষ্টাসমূহ। আগে শক্তিকে উপলব্ধি করি, তারপর ক্ষেত্রনির্মাণ। তাহলে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দেশ ও জাতি হিসাবে শ্রেষ্ঠ আসনে উপনীত হওয়ার গতি আরও দ্রুত হবে, আরও নিবিড় হবে, আমরা দ্রুত কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সক্ষম হব।
আগামীকাল কাল থাকছে - ‘সাফল্যের স্বর্ণদ্বার’ আরও পড়ুন - ‘পদ্মা সেতু’, `বিজয়চিহ্ন 'V' প্রকাশে ভিন্নতা', ‘উন্নয়ন ও অগ্রাধিকার’ , ‘ইতিবাচক ভাবনা সাফল্যের চাবিকাঠি’ , ‘ভবিষ্যতের সরকার কেমন হবে’ ‘মাতৃভাষার প্রতি মমতা’, ‘সুখ ও শান্তি : আমাদের করণীয়’ , ‘নেতৃত্বের শক্তি’, ‘আদর্শ জীবন গঠনে মূল্যবোধ’, ‘আমার প্রাত্যহিক জীবন’, 'আমার অনুভব'।
মন্তব্য করুন