চাঁদপুরে মাদকসেবী পুত্রকে পুলিশে দিলেন মা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭
অ- অ+
ফাইল ছবি

চাঁদপুর জেলার কচুয়ায় মাদক সেবন করে বাবা-মাকে নির্যাতন করায় মা রাশিদা বেগম পুত্র রাশেদকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার বালিয়াতলী গ্রামের মো. খোরশেদ আলমের হাজি বাড়িতে। মাদকসেবী রাশেদকে সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

যুবক রাশেদ দীর্ঘ দিন ধরে মাদক সেবন করত। বাবা-মায়ের কাছে মাদক সেবনের টাকা না পেয়ে তাদের মারধর করে আসছিল।

সোমবার দুপুরে বাবা-মার কাছে মাদক সেবনের জন্য টাকা চায় রাশেদ। টাকা না দিতে পারায় তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে সে। বাবা-মা অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিয়ে পুত্র রাশেদকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়। পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠালে তিনি এই আদেশ দেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ অচিরেই বাস্তবায়িত হবে: রাষ্ট্রপতি
ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
পঞ্চগড়ে রিজিওনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত
রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকেটে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়! পাবেন যেভাবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা