দোকান-বসত ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭

গাজীপুরের শ্রীপুরের আশপাড়ামোড় এলাকায় অগ্নিকাণ্ডে স্থানীয় মার্কেটের চারটি দোকান ও বসতবাড়ির তিনটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, শনিবার রাত আড়াইটার দিকে আশপাড়ামোড় এলাকায় হাজী এমদাদ হোসেনের মার্কেটের রুহুল আমিনের মুদির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশেপাশে ছড়িয়ে পড়লে একটি স্টুডিও, একটি মোবাইল ফোন এবং একটি ফার্মেসিসহ এমদাদ হোসেনের তিনটি ঘরের চাল ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :