গজারিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় নদী থেকে অজ্ঞাত পুরুষের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা মরদেহটি সাত থেকে আট দিন আগের।
বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফদী গ্রামের পাশের নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
গজায়িা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম¥দ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটির মূখে লাইলনের রশি পেঁচানো পরনে স্টেপ শার্ট, কালো প্যান্ট ও এক পায়ে একটি স্যান্ডেল ছিল।
তিনি আরও বলেন, লাশটি সপ্তাহ খানেক আগের মনে হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন