ঢাবি ছাত্রলীগ নেতা যুবায়ের গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শনিবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের কাছে ব্যক্তিগত একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র জানায়, রাত একটার দিকে পলাশী মোড় থেকে চা খেয়ে মোটরসাইকেলে করে যুবায়েরসহ তিনজন হলের দিকে যাচ্ছিলেন। ব্যানবেইসের কাছে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ তাদের সামনে এসে গতিরোধ করে। এ সময় চালক জহিরুল মোটরসাইকেলটি ঘুরিয়ে ফেলেন। তখন ওই গাড়ি থেকে গুলি করা হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা যুবায়েরের ডান পায়ের উঁরুতে গুলি লাগে।
পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার আজিম উল হক সাংবাদিকদের জানান, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/জেবি)

মন্তব্য করুন