আত্মঘাতী বিস্ফোরণে আহত শিশুকে নিয়ে শঙ্কা

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনা জঙ্গি আস্তানায় আত্মঘাতী নারীর বোমা বিস্ফোরণে আহত চার বছরের শিশুটিকে নিয়ে এখনও চিন্তিত চিকিৎসকরা। তার মুখসহ সারা শরীরেই বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে।
শনিবার আশকোনার জঙ্গি আস্তানা থেকে উদ্ধারের পর পরই শিশুটিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তার অপারেশন হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর তাকে রাখা হয় পোস্ট আপারেটিভ কেয়ার ইউনিটে।
চিকিৎসকরা জানান, বোমার স্প্লিন্টারের আঘাতে শিশুটির খাদ্যনালীতে বেশ কয়েকটি ফুটো হয়েছে। তার হাতের হাড়েও ফাটল রয়েছে। চিকিৎসকরা বলেন, শিশুটির বয়স কম বলেই তারা বেশি চিন্তিত। এতোগুলো আঘাত তার ছোট্ট শরীর সইতে পারবে কি না-এটাই এখন দুশ্চিন্তার বিষয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর ঢাকাটাইমসকে বলেন, ‘মেয়েটির অবস্থা এখনও আশঙ্কামুক্ত বলা যায় না। তবে তার চিকিৎসা চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
চিকিৎসকরা জানান, মেয়েটি তার নিজের বাবার এবং মায়ের নাম বলেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় বলতে পারেনি। আর তাই তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।
যে আত্মঘাতী নারীর বিস্ফোরণে মেয়েটি আহত হয়েছে, ওই নারীর সঙ্গে শিশুটির সম্পর্ক কী এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শনিবার আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে আরও দুটি মেয়ে শিশু উদ্ধার হয়েছে। তারাও তাদের মায়ের সঙ্গে ওই আস্তানায় ছিল। নিজের সন্তানদেরকে নিয়ে দুই নারী পুলিশের কাছে ধরা দেয়। শিশু দুটি তাদের মায়ের সঙ্গেই গোয়েন্দা হেফাজতে আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এএ/ডব্লিউবি

মন্তব্য করুন