আমাদের পেস বোলিং অ্যাটাকটা দারুণ: সামারাবিরা

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ভালো করা বাইরের যেকোনও দলের জন্য একটু চ্যালেঞ্জিং। বিশেষ করে উপমহাদেশের দলগুলোর জন্য। কারণ, উপমাহাদেশের দলগুলা স্পিনে বেশি শক্তিশালী। অন্যদিকে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট পেস বান্ধব। স্পিনারদের জন্য ওখানে ভালো করাটা কঠিন।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা বলেছেন, আমাদের পেস বোলিং অ্যাটাকটা দারুণ। ব্যাটিং লাইন-আপও নির্ভরযোগ্য। এই পিচে যেকোনও দলের জন্য ২৫০/২৬০ বড় স্কোর হতে পারে।
সৌম্য সরকারকে নিয়ে তিনি বলেন, সব গ্রেট ব্যাটসম্যানকে কঠিন সময় পার করতে হয়েছে। কিন্তু এক পর্যায়ে তারা দারুণভাবে ফিরে এসেছে। সৌম্যও ফিরবে, আমি নিশ্চিত।
(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এসইউএল)

মন্তব্য করুন