নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫
অ- অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েক মাস ধরে বিরোধপূর্ণ সম্পর্ক চলছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পাক প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন আজ। রবিবার সকালে নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।’

গত বছর একই দিনে নরেন্দ্র মোদি আচমকা লাহোর সফরে গিয়ে নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। ওই সময় মোদি নওয়াজ শরিফের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।

১ জানুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমানঘাঁটিতে পাক জঙ্গিরা হামলা চালালে দুই দেশের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এরপর গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে আবার জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলায় ভারতের ১৯ সেনা নিহত হয়। এরপর দুই দেশের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকে দুই দেশের সীমান্ত এলাকায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটতে থাকে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা