সৌম্য-শুভাগত-তানভীরের পক্ষে হাথুরুসিংহের যুক্তি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে সৌম্য সরকার ও শুভাগত হোমকে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নেপিয়ার ম্যাক্লেন পার্কে আমাকীল অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এছাড়া ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে লেগস্পিনার তানভীর হায়দারকে একাদশে রাখা নিয়েও যুক্তি তুলে ধরেছেন তিনি। নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে রাখা হয় তানভীর হায়দারকে। দুই ম্যাচেই তিনি ছিলেন উইকেটশূন্য। দুই ম্যাচে ব্যাট হাতে তার রান সংখ্যা ৫।
চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, সিডনিতে অনুশীলন ক্যাম্পে তানভীর ভালো বল করেছে। নিউজিল্যান্ডে নেটেও সে ভালো বল করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দল একজন লেগস্পিনার খুঁজছে।
তিনি আরও বলেন, প্রথম ম্যাচে তানভীর ভালো বল করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা যেমন চেয়েছিলাম সে তেমন বল করতে পারেনি। অন্য স্পিনাররাও এদিন সুবিধা করতে পারিনি। সেদিক থেকে আমরা হতাশ। কিন্তু আমি একজন খেলোয়াড়কে এক ম্যাচ অথবা দুই ম্যাচ দেখে যাচাই করি না। তার ভিতর কিছু দেখেই আমরা তাকে দলে নিয়েছিলাম।
ওয়ানডে সিরিজের পর তানভীর হায়দারকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না রাখা হলেও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বারবার সুযোগ পাওয়ার পরও ব্যর্থ হওয়া সৌম্য সরকার। এ বিষয়ে হাথুরুসিংহে বলেছেন, যখন সে (সৌম্য) রান পায় তখন আমরা ম্যাচ জিতি। সে কারণেই তাকে আমরা স্কোয়াডে রাখছি। তার ব্যাটিং গড় ৪০ এর উপরে ও স্ট্রাইক রেট ১০০ এর উপরে। বাংলাদেশে এমন খুব কমই আছে। এমনকি বিশ্ব ক্রিকেটেও।
কোচ আরও বলেন, সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে। আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন প্রত্যেকটি ভালো খেলোয়াড়ের জীবনে খারাপ সময় গেছে। যেমন স্টিভেন স্মিথ, জো রুট। তাদের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছে। মাঝে খারাপ সময় গেছে। আবার ফিরে এসেছে। আশা করছি, সৌম্যও দ্রুত রানে ফিরতে পারবে।
অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে খুলনা টাইটান্সের হয়ে দুইটি উইকেট নেন শুভাগত হোম। তার ব্যাটিং গড় ছিল ৯.৫৮। তারপরও তাকে স্কোয়াডে রাখা নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দল নির্বাচন প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা করতে শুভাগত হোমকে স্কোয়াডে রাখা হয়েছে। বাংলাদেশ দলের সর্বশেষ বিদেশ সফরে সে টি-টোয়েন্টিতে দলে ছিল।
তিনি বলেন, সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। সর্বশেষ দুই ম্যাচে সে ভালো বল করেছে। সে কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে। আমি মনে করি, তার সাথে আরেকজন যে প্রতিদ্বন্দ্বিতা করছে সে হচ্ছে মোসাদ্দেক হোসেন।
(ঢাকাটাইমস/২ জানুয়ারি/এসইউএল)

মন্তব্য করুন