তিন বছরে ১০ লাখ যাত্রীসেবা দিয়েছে নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৪:১৪ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫১

গত তিন বছরে প্রায় দশ লাখ যাত্রীসেবা দিয়েছে বেসরকারি বিমান পরিচালনা সংস্থা নভোএয়ার। ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার।

সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হোটেলে চার বছর পূর্তি উৎসবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা নভোএয়ারকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে নভোএয়ার সবার মন জয় করতে চায়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান এবং পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘দিন দিন দেশের ভেতর এবং বাইরে যাত্রীর সংখ্যা বাড়ছে। তাই সংস্থাগুলোর উচিত তাদের সেবার ভালো মান নিশ্চিত করা।’

মন্ত্রী বলেন,‘ নভোএয়ার এখন সৈয়দপুর এবং রাজশাহী রুটে প্রতিদিন ছয় থেকে সাতটি রুটি বিমান পরিচালনা করছে। তাঁদের উচিৎ অন্যান্য রুটে বিমান পরিচালনা করা।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান,‘বর্তমানে নভোএয়ারের বহরে ছয়টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৪৯ আসনের অত্যাধুনিত তিনটি এমব্রেয়ার ও ৬৮ আসনের তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমও/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :