চাঁদপুরে ৯৮ হাজার ইয়াবা পিস উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫১
অ- অ+

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী থেকে পাচারকালে ৯৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকৃত ইয়াবা চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে সন্ধ্যায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড চাঁদপুর সাব-স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম. আতাহার আলী জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার রাত ১টার দিকে হাইমচর উপজেলার চরভৈরবী মেঘনা নদীর পাড়ে বাঁধের উপর পরিত্যাক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্টের টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করতে সক্ষম হয়নি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।

সম্প্রতি চাঁদপুর সড়ক পথে পুলিশের তৎপরতা বৃদ্ধি ও ইয়াবা বিক্রেতাদের আটক করায় এই চক্রের অন্য সদস্যরা হাইমচর উপজেলাকে নিরাপদ রুট হিসেবে মাদক পাচার করছেন বলেও কোস্টগার্ড কমান্ডার জানান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা