সাকিবের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:৫২| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:২৩
অ- অ+
টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২২তম সাকিব

সাদা পোশাকে ক্যারিয়ার সেরা ব্যাটিং র‌্যাঙ্কিং স্পর্শ করলেন টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট থেকে এই খেতাব ঝুলিতে পুরেছেন সাকিব।

বর্তমানে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন সাকিব। যেটি তাঁর ক্যারিয়ার সেরা প্রাপ্তি। বোলিংয়েও একধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪তম স্থানে। কিউইদের বিপক্ষে দুই টেস্টে ২৮৪ রান করেছেন বিশ্বসেরা তারকা। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬টি উইকেট।

এদিকে সাকিব উন্নতি করলেও উল্টো পয়েন্ট খোয়াল বাংলাদেশ দল। তিন পয়েন্ট কমে গেছে টাইগারদের। সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৫। কিন্তু সিরিজের শেষ টেস্টে ৯ উইকেটে হারের পর ৩ পয়েন্ট কমে ৬২ হয়েছে।

তাছাড়া বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে ছাড়িয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের ২ পয়েন্ট বেড়ে ৯৮ হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব আল হাসান। ২০০৬ সালে ২২ গজে পথচলা শুরু সাকিবের। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ৪,৬৫০ রানের পাশাপাশি ২২০টি উইকেট শিকার করেছেন।

টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ১,১৫৯ রান আর ৬৭টি উইকেট। সাদা পোশাকে খেলেছেন ৪৬টি ম্যাচ। রান ৩,২১৩। আর উইকেট দখল করেছেন নিয়েছেন ১৬৫টি।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা