লামায় ১০টি বন মোরগ উদ্ধার
লামা বাজারে বিক্রয়ের সময় ১০টি বন মোরগ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার বেলা সাড়ে ১১টায় লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগকে উদ্ধার অভিযানে সহযোগিতা করে আনসার বাহিনী।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামা সদর রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হারুণ অর রশিদ বাবলু আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালান। এ সময় শিকারীরা পালিয়ে যায়। পরে বন কর্মকর্তা ও আনসার সদস্যরা পা বাঁধা ১০টি বন মোরগ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এসব শিকারী লোকজনের কারণে বন্যপ্রাণী গুলো হারিয়ে যাচ্ছে। বন্য প্রাণী ধ্বংসে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত বন মোরগগুলো শনিবার বিকাল দুইটার সময় ডুলহাজরা বঙ্গবন্ধু সাপারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন