রানারের নতুন স্কুটি ‘কাইট প্লাস’
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার। এই মেলায় রানার অটোমোবাইলস লিমিটেড কয়েকটি মডেলের মোটরসাইকেল প্রদর্শন করছে। এর মধ্যে একটি বাইক দর্শনার্থীদের নজর কেড়েছে। এর মডেল কাইট প্লাস। এটি রানার কাইটের উন্নত সংস্করণ। ১১০ সিসির এই স্কুটিটির মূল্য ৮৬ হাজার টাকা।
মেলায় কথা হয় রানার অটোমোবাইলস লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (কর্পোরেট বিজনেস) নাঈম হাসান খানের সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘মেলায় নতুন একটি মডেলের স্কুটার প্রদর্শন করছে রানার অটোমোবাইলস।মডেল কাইট প্লাস। এই স্কুটিতে রয়েছে এমপি থ্রি প্লেয়ার এবং মোবাইল চার্জার। এটিতে রয়েছে সেলফ স্টার্ট। ছেলে-মেয়ে উভয়ই এটি চালাতে পারবে। স্কুটারটির দামও হাতের নাগালে।’
১১০ সিসির এই স্কুটিতে রয়েছে সিঙ্গেল সিলেন্ডারে ইঞ্জিন। এতে এয়ার কুলড পেট্রোল ইঞ্জিন সংযোজন করা হয়েছে। কিক স্টার্টের পাশাপাশি সেলফ স্ট্যার্টারও রয়েছে নতুন স্কুটিতে। বাইকটিতে অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। সামনে চাকায় আছে ডিস্ক ব্রেক। পেছনের চাকায় ড্রাম ব্রেক। এর ফুয়েল ক্যাপাসিটি ৪ দশমিক ৮ লিটার।
এছাড়া রানার মেলায় ১৫০ সিসির ইউএম রানার, কিং রাইডারসহ কয়েকটি মডেলের মোটরসাইকেল প্রদর্শন করছে।
এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ মূল্য নেই। এটি সকলের জন্য উন্মুক্ত।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেআর/এজেড)
মন্তব্য করুন