সুন্দরগঞ্জে উপনির্বাচনে জাপা প্রার্থীর মনোনয়ন দাখিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১১

জাতীয় সংসদের ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিনের নিকট মনোনায়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, জাপা’র রংপুর মহানগর সভাপতি-মোস্তাফিজুর রহমান মোস্তফা, সুন্দরগঞ্জ পৌর জাপার সভাপতি- আব্দুর রশিদ সরকার ডাবলু ও ব্যারিস্টার হায়দার পাটোয়ারীর বড় ভাই অ্যাডভোকেট ড. শাহেদ কামাল পাটোয়ারী।

২২ মার্চ অনুষ্ঠিতব্য এই উপ-নির্বাচনে এ পর্যন্ত ৮ জন প্রার্থী মনোয়নপত্র ক্রয় করেছেন।

তাঁরা হলেন- আ’লীগের আব্দুল্লাহ্ আল মামুন, জেপি মনোনীত সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান-ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদ মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, জাপার সাবেক এমপি কর্নেল (অব:) ডাক্তার আব্দুল কাদের খান ও নওশের আলী।

এ নির্বাচনে ৩ লাখ ৩৩ হাজার ৩শ ৮১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৫’শ ৪০ জন পুরুষ ও ১ লাখ ৭০ হাজার ৮’শ ৪১ জন নারী ভোটার ১০৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলাটির সোনরায় ইউনিয়নের পশ্চিম সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে আততায়ীদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে আসনটি শূন্য হওয়ায় আগামী ২২ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে তফশীল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :