কিশোরগঞ্জ প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩

মহান শহীদ ও আান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. আ.ন.ম নৌশাদ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম খান, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মুনিরুজ্জমান খান চৌধুরী সোহেল প্রমুখ।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সুবীর বসাক, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, সাবেক সহসভাপতি আলম সারোয়ার টিটু, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসাইন রনি, সাংবাদিক সদস্য আমিনুল হক সাদী, মতিউর রহমান, কাউসার আহমেদ টিটু,সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ কাইয়ুম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ছাড়াও সকল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :