মাদক সেবনে বাধা, মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৩
অ- অ+

নরসিংদীতে বেলাবতে মাদক সেবনে বাধা দেয়ায় এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব পশ্চিম পাড়া গ্রামে।

মুক্তিযোদ্ধা সুলতান উদ্দীন ও তার স্ত্রী রাজিয়া খাতুনকে আহত অবস্থায় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধার ছেলে সুমন মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, দেওয়ানেরচর গ্রামের কতিপয় বখাটে মুক্তিযোদ্ধা সুলতান উদ্দীনের বাড়ির পাশে জুয়া খেলে। এ ঘটনায় তিনি বাধা দিলে লাঠি দিয়ে বখাটেরা পিটিয়ে আহত করে। পরে তার স্ত্রী রাজিয়া খাতুন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে।

মুক্তিযোদ্ধা সুলতান উদ্দীন বলেন, ছেলেগুলো প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তাদের বাড়ির পাশে এসে জুয়া খেলে। ঘটনার দিন তারা স্কুল পড়ুয়া নাতিদের উত্যক্ত করেও বলে জানান তিনি। এ ঘটনার প্রতিবাদ করতেই তারা বাঁশ দিয়ে এলোপাথারি পিটিয়ে হাত ভেঙে দেয়।

বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি বলেন, এ হামলার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি এবং বখাটেদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বেলাব থানার এএসআই মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা