কুমিল্লা সদর উপজেলায় আ.লীগ প্রার্থী বিজয়ী
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ২২:৪৪
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।
সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন