জয়পুরহাটে বিএনপির সাবেক এমপিসহ ১৬ জনের নামে মামলা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৯:০২

জয়পুরহাট জেলা বিএনপির অফিস আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগে জয়পুরহাট-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অঞ্জাতনামা আরও ১০/১৫ জনের নামে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে জয়পুরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরে মওলা পলাশ। শনিবার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান।

মামলায় নতুন ঘোষিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম, রফিকুল ইসলাম মিন্টু, আলম, শফিকুল ইসলাম, বাবু পাটোয়ারী, সাইদ আলী, বেলায়েত হোসেন বেনু, পাপন, শামীম, জেহাদ, আলিফ, ইশতিয়াক আহম্মেদ আজাদ, মাসুদ, রিপন, মাহাবুব এর নাম উল্লেখসহ অঞ্জাতনামা ১০/১৫ জনের কথা বলা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের স্টেশন রোডে অবস্থিত জয়পুরহাট জেলা বিএপির কার্যালয়ের সামনে সদ্য ঘোষিত জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিএনপির অপর অংশের বিক্ষোভ মিছিল করে। এমসয় মিছিল থেকে বিএনপি অফিসে আগুন দেয়া হয়।

গত ২ মার্চ কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি পদে সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানকে পুনরায় সভাপতি এবং অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে আংশিকভাবে ২৬ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর জয়পুরহাটে বিএনপিতে বিভক্তি দেখা দেয়। এর ধারাবাহিকতায় বিএনপির অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

আগুন দেওয়ার ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারপ করেছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :