নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ২১:৪২
অ- অ+
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা থেকে নিখোঁজের দুইদিন পর মিতু আক্তার নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিতু আক্তার হাসনাবাদ পূর্বপাড়া গ্রামের ইমাম আলীর মেয়ে ও জেএমজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

রায়পুরা থানার পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, মিতু আক্তার বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার দুপুরে বাড়ির পাশের একটি কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মিতুর মরদেহ শনাক্ত করে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেএসডির শ্রদ্ধা নিবেদন
সর্বনিম্ন মাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি, কাঁপছে চুয়াডাঙ্গা 
ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা