টাইগারদের জয়ে প্রথম টেস্ট অধিনায়ক এমপি দুর্জয়ের অভিনন্দন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ২১:৪৬
অ- অ+

শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে চার উইকেটে জয়লাভ করায় বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের প্রথম অধিনায়ক এম এ নাঈমুর রহমান দুর্জয় এমপি।

তিনি এই বিজয়ের মাসে বড় অর্জনকে বর্তমান সরকারের আরেকটি সফলতা বলে মনে করছেন।

টাইগারদের বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি দুর্জয় জানান, প্রথম টেস্টে প্রধানমন্ত্রীর যতটুকু উৎসাহ উদ্দীপনা দেখেছিলেন শততম টেস্টে তেমনি উদ্দীপনা দেখতে পেয়েছেন প্রধানমন্ত্রীর মুখে।

রবিবার বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ইজদিয়া এলাকায় গোলাম মহীউদ্দিন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতাকালে দুর্জয় এসব কথা বলেন।

সাংসদ দুর্জয় বলেন, বাংলাদেশ দলের কিছু মেধাসম্পন্ন ক্রিকেটার আছে বিধায় বাংলাদেশের পক্ষে এমন জয় আনা সম্ভব হয়। টিম ওয়ার্ক ও টেস্টে ম্যাচ যে স্টাইলে খেলতে হয় সেটার বাংলাদেশের ক্রিটেকারদের আছে।

দুর্জয় জানান, তার নেতৃত্বে দেশের প্রথম টেস্ট ও শততম টেস্টের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে একটি মিলনমেলা করা হবে। তিনি এই বিজয়ে সব খেলোয়াড়কে অভিনন্দন জানান এবং এর ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিলেন: গোলাম পরওয়ার
জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করা হচ্ছে: অতিরিক্ত কমিশনার ইসরাইল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা