বিবাহবার্ষিকী উদযাপন করতে এসে লাশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:৪৩ | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:৫৩

জীবনের ২৫টা বসন্ত এক সঙ্গে কাটানোর আনন্দ, মুহূর্তে বদলে গেল হাহাকারের বিষন্নতায়। ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করতে স্ত্রীর সঙ্গে হলিডে প্ল্যান করেছিলেন কার্ট কোচরান। এসেছিলেন স্ত্রী মেলিসা কোচরানের বাবার বাড়িতে। পরিবারের সকলের সঙ্গে কয়েকটা দিন লন্ডনে কাটানোর পরিকল্পনা করেছিলেন কার্ট আর মেলিসা। কিন্তু ভয়াবহ সন্ত্রাসী হামলায় মুহূর্তে ছারখার হয়ে গেল সুখের সংসার।

লন্ডনের ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণ ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে বুধবার স্ত্রীর সঙ্গে চার্চের দিকে যাচ্ছিলেন কার্ট। হঠাৎই দ্রুত গতিতে ছুটে আসে হামলাকারীর গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই কার্টকে পিষে দিয়ে চলে যায় সেটি। গুরুতর আহত হন মেলিসাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় কার্ট কোচরানের। পা, মাথা ও পাঁজরের হাড় ভেঙে আপাতত হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেলিসা।

এই ঘটনার পরই মেলিসার পরিবারের তরফে কার্টের মৃত্যু সংবাদ ফেসবুকে জানানো হয়।

মেলিসার বোন সারা পেনি লেখেন, ‘আমাদের পরিবারের জন্য মারাত্মক আঘাত। কার্ট শুধু একজন ভালো মানুষই নন, একজন ভালো স্বামীও ছিলেন।’

মেলিসার চিকিৎসার অর্থ জোগাড় করতে ফেসবুকে খোলা হয়েছে ‘গো ফাউন্ড মি’ নামের একটি পেজ। ইতিমধ্যেই এই পেজ থেকে ১৫ হাজার ডলার সংগৃহীত হয়েছে।

গতকালই লন্ডন হামলার দায় স্বীকার করেছে আইএস। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম খালিদ মাসুদ। ঘটনায় খালিদসহ মৃত্যু হয় ৩ জনের। কার্ট ও মেলিসার ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :