লাল-সবুজে সাজলো গুগল ডুডল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:০০ | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১১:৩৭

আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটিকে স্মরণ করতে লাল-সবুজে সেজেছে গুগলের ডুডল। বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটি গুগল নিজেদের লোগো পাল্টে নতুন একটি ডুডল প্রকাশ করেছে।

নতুন এই ডুডলে রয়েছে লাল-সবুজের সমারাহ। গাঢ় সবুজ পটভূমির ওপর সেখানে হালকা রঙে লেখা রয়েছে ‘গুগল’ নামটি। কিন্তু মাঝখানের একটি ‘O’ লেখা হয়েছে টকটকে লাল রঙ দিয়ে।

অন্যান্য বর্ণের চেয়ে বড় করে লেখা এই ‘O’-টির ভেতর দেখা যাচ্ছে একজন বাঙালি নারী দৌড়বিদকে। লাল আর সবুজ রঙের মিলিত পোশাক পরে তিনি ছুটে চলেছেন। তার একপাশে খোলা সবুজ প্রান্তর, অন্যপাশে টলটলে পানি, আর মাথার ওপর খোলা আকাশ। সেই আকাশে ভেসে চলেছে সাদা মেঘের ভেলা।

দিগন্তজোড়া সেই সুন্দর প্রকৃতির মাঝে সেই দৌড়বিদ গর্বভরে স্বাধীনতা নিয়ে বিজয়ের পথে ছুটে চলেছেন। তার হাতে মুক্ত বাতাসে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :