শ্রীনগরে শহীদদের প্রতি উপজেলা বিএনপির শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর সরকারী ডিগ্রি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
এসময় শ্রীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হোসেন খানঁ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপি নেতা রিপন ভূইয়া, শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এনএম/ইএস)
মন্তব্য করুন