শ্রীনগরে শহীদদের প্রতি উপজেলা বিএনপির শ্রদ্ধা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৮:১৭| আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:২৮
অ- অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর সরকারী ডিগ্রি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় শ্রীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হোসেন খানঁ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপি নেতা রিপন ভূইয়া, শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এনএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রকৃতি ঠিক রেখেই পার্বত্য চট্টগ্রামের বাস্তবমুখী উন্নয়ন করা হবে: সুপ্রদীপ চাকমা
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ অচিরেই বাস্তবায়িত হবে: রাষ্ট্রপতি
ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
পঞ্চগড়ে রিজিওনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা