রূপগঞ্জে পিকআপভ্যান চাপায় পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
নিহতের নাম মোগল হোসেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।
দীর্ঘ দিন ধরে ভুলতা পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাংলাকেট পুলিশ চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন মোগল হোসেন। ভোরে তিনটার দিকে একটি পিকআপভ্যানকে থামার সিগন্যাল দেয় পুলিশ। এসময় সিগন্যাল না মেনে মোগল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায় পিকআপ ভ্যানটি। ঘাতক পিকআপভ্যানের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন