জাতীয় পতাকা ব্যবহারের নিয়মসংবলিত লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ২১:৫৬

ঘর, দোকান, গাড়িসহ সর্বস্তরে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার তাৎপর্য তুলে ধরে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। নৌকাপ্রেমিক হিসেবে খ্যাত ঝিনাইদহে রাকিবুল বাশার রোকন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি বিতরণ করেন কাগজের নৌকা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে লিফলেট ও কাগজের তৈরি নৌকা বিতরণ করেন তিনি।

সেসময় তার সাথে ছিলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া, আজাদ রহমান, আনিচুর রহমান হিরু, আলমগীর বাশার, রনজিত প্রমুখ।

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মকে জানানোর জন্য প্রতিবছর শহরের মডার্ণ মোড়, পুরাতন ডিসি কোর্ট চত্বরসহ বিভিন্ন স্থানে মাসব্যাপী মুক্তিযোদ্ধার ভাস্কর্য প্রদর্শন করেন রকিবুল বাশার রোকন।

এছাড়াও গত বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার কাগজ ও কাঠের তৈরি নৌকা বিতরণ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :