পূবাইলে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

গাজীপুরের পূবাইল থানাধীন পদ-হারবাইদ এলাকায় অটোচালককে হত্যার ঘটনায় ১৪ দিনের মাথায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার পুলিশ।

গ্রেপ্তারকৃত মোহন মিয়া (২৮) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি পূবাইল থানাধীন মাজুখান এলাকায় মনিরের বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার দুপুরে পূবাইল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১০ই এপ্রিল সন্ধ্যায় নিহত অটোচালক জীবিকার তাগিদে অটো নিয়ে ভাড়া বাসা থেকে বের হন। পরবর্তী সময়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীরে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে পূবাইল থানার একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খানের নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের যাতায়াতের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামি মোহনকে শনাক্ত করেন।

আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, ঈদুল ফিতরের চাঁদ রাতে অটোরিকশাটি ভাড়া নিয়ে মাজুখান এলাকা থেকে হারবাইদ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিহত চালক বাধা দিলে তাকে চাকু দ্বারা আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। মূলত অটো ছিনিয়ে নেওয়ার জন্য চালককে হত্যা করে।

গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামি শেরপুর জেলার ঝিনাইগাতী এলাকায় অবস্থান করছে পরে অভিযান পরিচালনা করে তাকে আটক করি। আসামির বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় ৭ বছর বয়সি মেয়েকে হত্যার অভিযোগে সৎ মা আটক

থানায় নির্যাতনের অভিযোগে ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

দুর্বৃত্তের আগুনে পুড়ল নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দোতলা বাড়ি

নারায়ণগঞ্জে ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে টানাপোড়েন

নাটোরে বৈষম্যবিরোধী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

কসবা সীমান্ত থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি- থ্রিপিস জব্দ

এই বিভাগের সব খবর

শিরোনাম :