যশোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত 

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৯:৩২
অ- অ+

যশোরের শার্শায় নাভারণ-সাতক্ষীরা সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা এবং এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

রবিবার বিকালে সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টোরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতা রাণী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার বিকালে বাগআঁচড়া থেকে তিনজন মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন। এ সময় জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রিতা রাণী। এঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, জামতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/০৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা