আ.লীগ নেতাকে কটূক্তি, ফেনীতে ছাত্রলীগ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক (ফেনী), ঢাকা টাইমস
| আপডেট : ০৬ মে ২০২৪, ১২:০২ | প্রকাশিত : ০৬ মে ২০২৪, ০৯:৩৬
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরীকে শোকজ করা হয়েছে।

রবিবার রাতে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোকজের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনার বিরুদ্ধে সম্প্রতি সংগঠন বর্হিভূত কর্মকাণ্ডের অভিযোগ এসেছে, যাহা শিষ্টাচার বর্হিভূত এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাহা আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হইল।’

তবে আওয়ামী লীগ নেতাকে কী বলে কটুক্তি করা হয়েছে, তা নোটিশে উল্লেখ করা হয়নি।

এর আগে আহাদ ফেসবুকে তার আইডিতে সোহেল চৌধুরীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা হয়- ‘ঈদ মোবারক...... ছাগলনাইয়াবাসী। বেয়াদব, উগ্র, আফ্রিকান, বালুখেকো, ভূমিদস্যু আপনার পতনের ইতিহাস আরও করুন হবে, অপেক্ষায় থাকেন।’

আরও লেখেন, ‘সেদিন বক্তব্য কার সামনে দিয়েছেন হয়তো ক্ষমতার কারণে বেমালুম ভুলে গিয়েছেন, সেদিন ছাগলনাইয়া থেকে বুকভরা কষ্ট নিয়ে পরশুরাম এসেছিলাম, আজকের দিন দেখব বলে প্রত্যাশায় ছিলাম। ইয়ে তো টেইলার থ্যা, পিকচার আবি বাকি হে! উস্তাদের মাইর শেষ রাইতে।’

(ঢাকাটাইমস/০৬মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :