কুয়াকাটায় দু পক্ষের সংঘর্ষে আহত ১১, আটক ২

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ মে ২০২৪, ১৩:৫৬ | প্রকাশিত : ০৬ মে ২০২৪, ১৩:৪৫

পটুয়াখালীর কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের মধ্যে সংঘর্ষে শিশু ও নারীসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার মধ্যরাতে কুয়াকাটার তুলাতুলির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭), হ্যাপি বেগম (৪০)। এছাড়াও প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫), সালমান (২৩) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন লতাচাপলীর আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংয়ের সাথে তুলাতলী এলাকার পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ আকন গংয়ের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার রাত ১০টায় তুলাতুলি এলাকায় বিরোধীয় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০৬মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :