‘নজরুল চর্চার মধ্য দিয়ে কবি অমর হয়ে থাকবেন’ 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০২৪, ১৮:৩২ | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৭:২৩

‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ এ কবিতাংশ দিয়েই তিনি যে মানবতাবাদী তা বুঝিয়েছেন। সাম‌্যবাদী মহান হৃদয়ের অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সাহিত্য কর্ম দিয়ে মানুষের জয়গান গেয়েছেন। বাংলা সাহিত্যের জগতে তিনি স্বমহিমায় চির জাগ্রত থাকবেন। আমরা যত বেশি নজরুল চর্চা করব, ততই তাঁকে চিনতে পারব। আমাদের সকল সত্তায় তিনি অমর হয়ে রইবেন।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন‌্যদের মধ্যে বক্তব‌্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অধ‌্যাপক মোহাম্মদ শাজাহান প্রমুখ।

বক্তারা আরও বলেন, কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :