সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়কর কর্মচারী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
 | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১০:০৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশন সরকার (৩৩) নামে এক আয়কর কর্মচারী নিহত হয়েছেন। শনিবার বিকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার সংযোগ লাইনে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর তাৎক্ষণিক মিশনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিশন সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী গ্রামের পুর্বপাড়ার বাসিন্দা শ্রীনিবাস দাসের ছেলে।

নিহতের চাচা শ্বশুর মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস জানিয়েছেন, মিশন চট্রগ্রাম কর অঞ্চল-২ এর অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। শনিবার রাতের ট্রেনে তার কর্মস্থলে ফেরার কথা ছিল।

নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ রবিবার সকালে কুচনী শ্মশানে নিহতের মরদেহ দাহ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :