ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের

পটুয়াখালী ও সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৪, ২৩:৩২| আপডেট : ২৬ মে ২০২৪, ২৩:৫৫
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত এলাকা থেকে আটকে পড়া বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাই মো. শরিফুল ইসলামের (২৪)।

রবিবার বিকালে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল অনন্ত পাড়া এলাকার আবদুর রহিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাউয়ার চর এলাকা ২-৩ ফুট পানিতে প্লাবিত হয়। ওই এলাকায় বসবাস করেন শরিফের ফুপু মাতোয়ারা বেগম। সেখানে তার বোনও ছিল। দুপুর ১২টার দিকে অনন্তপাড়া থেকে শরিফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। সাঁতার কেটে তারা ফুফুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে শরিফ হারিয়ে যান। পরে এক থেকে দেড় ঘণ্টা খোঁজার পর শরিফের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম শওকাত মোড়ল (৬৫)। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, রবিবার রাতে তার শ্বশুর শওকাত মোড়ল ও তার শাশুড়ি নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন, পথিমধ্যে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ছুটছে ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অসুস্থ এক বৃদ্ধ মারা গেছে বলে শুনেছি।’

(ঢাকাটাইমস/২৬মে/পিএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান গ্রেপ্তার, যত অভিযোগ
টানা জয়ে সবার আগে প্লে অফে রংপুর, অন্য দলগুলোর অবস্থান কোথায়?
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গ্যাসলাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কবি নজরুলের নাতি বাবুল কাজী, অবস্থা সংকটাপন্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা