সাতক্ষীরায় ঝড়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ইতোমধ্যে শুরু হয়েছে সাতক্ষীরা উপকূলে। থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। এই প্রতিকূলতার মধ্যদিয়ে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শওকাত মোড়ল গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।
নিহত শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, রবিবার রাতে তার শ্বশুর শওকাত মোড়ল ও তার শাশুড়ি নাপিতখালী আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন, পথিমধ্যে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ ছুটছে ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অসুস্থ এক বৃদ্ধ মারা গেছে বলে শুনেছি।’
এদিকে, সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের গতিসীমা ১০০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন