মা-বাবা ও ছেলেসহ এক পরিবারের ৪ জনই মাদক বিক্রেতা!

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০২৪, ২০:৩৭

মাদক কেনা-বেচার অভিযোগে ছুরমান আলী নামে এক মাদক বিক্রেতার বাড়ি ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ছুরমান আলীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামে। শুক্রবার (২৪ মে) জুমার নামাজ শেষে ছুরমান আলীর বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী মুসল্লিরা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়- এলাকাবাসী মুসল্লিরা মাদক বিক্রেতা ছুরমান আলীর বাড়িতে সমবেত হয়েছেন। পরে তাকে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরে আসতে আহ্বান জানান তারা। সময় উপস্থিত লোকজনের কাছে ছুরমান আলী মাদক বিক্রি করবেন না জানিয়ে প্রতিশ্রুতি দেন। পরে মাদক বিক্রির বিষয়টি স্বীকার করে ছুরমান আলী উপস্থিত এলাকাবাসীর কাছে বলেন- ‘তিনি এর আগে মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত ছিলেন এবং এখন থেকে এসব আর বিক্রি করবেন না। বলে তিনি সকলের কাছে ক্ষমা চান।গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ট্রেড সহকারী স্থলকাশি গ্রামের মামুন সরকার বলেন- ‘মাদক বিক্রেতা ছুরমান, তার স্ত্রী ফাতেমা বেগম ছেলে সোহাগ মিয়া এবং তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ কৌশলে হেরোইন, ইয়াবা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি সঙ্গে জড়িত রয়েছে। তিনি আরও জানান- ‘মাঝে মাঝে পুলিশ তাদের ধরে নিয়ে গেলেও আবার ব্যবসা শুরু করে। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে মানে না। যার ফলে এলাকার তরুণ যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক বিক্রি রোধে গত শুক্রবার জুমা নামাজের পর শেষবারের মতো তাকে নিষেধ করতে তার বাড়ি ঘেরাও করা হয়। ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন- ‘গত শুক্রবার গোবিন্দাসী স্থলকাশি গ্রামে একজনের বাড়ি ঘেরাওয়ের বিষয়টি অবগত রয়েছি। পুলিশও মাদকদ্রব্য বিক্রি মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর আগে গত ২৩ মার্চ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একই ইউনিয়নের কয়েড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার দিপু মোল্লা নামে এক যুবক নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে মাইকিং করেন। মাইকিং করতে গিয়ে দিপু মোল্লা বলেন,‘ ‘মাসুদ এলাকার মাদক সম্রাট। সে হিরোইন খোর ইয়াবা ব্যবসায়ী। তাই তার পিঠের চামড়া থাকবে নাএনিয়েও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :