রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১০:৪৬| আপডেট : ১৭ মে ২০২৫, ১১:৪৫
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মোবাইল ফোনে ভিডিও করার অভিযোগ তুলে শাহিন শেখ (২৫) নামের এক দিনমজুর যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত শাহিন শেখ রাজবাড়ীর রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “শাহিন হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, “শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর গ্রামের শ্যাম, কচি, মুক্তার, রাকিবুলসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে, একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে সে। এই অভিযোগে তাকে ধরে নিয়ে গিয়ে রাজাপুর বাজারের পাশে একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে হত্যা করা হয়। কিন্তু সেখানে আমাদের যেতে দেয় না। পরে থানায় খবর দিলে রাত ১০টায় রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।”

(ঢাকাটাইমস/১৭মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা