দিনাজপুরে নিজ ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ০৯:৪০| আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৪২
অ- অ+

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিজ ঘর থেকে মতিয়ার রহমান বুদা (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দিওড় ইউনিয়নে বেপারী টোলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মতিয়ার রহমান বুদা ওই এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মতিয়ার দীর্ঘদিন ধরেই নিজ বাড়িতে একা থাকতেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় পাশের গ্রামে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়। এরপর থেকে কেউ তার খোঁজ নেননি। শুক্রবার দুপুরে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, কয়েক দিন ধরে মৃত বৃদ্ধ অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে ঘরে একা থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা