হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি।
সৌদি আরবের স্থানীয় সময রবিবার রাত ১১টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট) হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়, রবিবার পর্যন্ত সর্বমোট ৪৮ হাজার ৬৬১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪ হাজার ৭৮ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১২৩টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪১টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি।
হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ২৮৬ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ১১২ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ২৬২ জন।
বুলেটিন থেকে জানা গেছে, হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৬ হাজার ৬৯৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০ শতাংশ।
বুলেটিন থেকে আরও জানা গেছে, সৌদি আরবে এ পর্যন্ত সাতজন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় তিনজন, মদিনায় চারজন মারা গেছেন ।
সবশেষ গত বুধবার মো. অহিদুর রহমান (৭২) নামে একজন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
অপরদিকে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা মো. মতিউল ইসলাম বাংলাদেশ থেকে আগত সরকারি মাধ্যমের হজ গাইডদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সভায় সরকারি মাধ্যমের হজ গাইডদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আগত হজযাত্রীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) জনাব মো. জহিরুল ইসলামসহ অপরাপর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। শেষ ফ্লাইট যাবে ৩১ মে।
এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১৭মে/এফএ)

মন্তব্য করুন