টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১২:১১
অ- অ+

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিকের গত এপ্রিল, চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি( ওভারটাইম) ও ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি। শনিবার সকালে কারখানাটির বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত একাধিক শ্রমিকরা জানান, গত এপ্রিল ও মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়েছিলাম আমরা। কবে নাগাদ পাওনা টাকা পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন সিন্ধান্ত জানায়নি। পালাক্রমে শ্রমিকরা কারখানাটি পাহারা দিচ্ছে। কারখানা মালিক কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনিয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে চেষ্টা করছেন।

কারখানাটির মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন মারিয়া মিম
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা