জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

​​​​​​​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৪:৩৮| আপডেট : ০৪ মে ২০২৪, ১৪:৫২
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আলফাডাঙ্গা আদর্শ কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে এ কলেজ থেকে। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এসব শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া একই কলেজের প্রভাষক মধুসূদন সাহা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মো. নিজামউদ্দিন শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও আফসানা মিমি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

কলেজের প্রভাষক মধুসূদন সাহা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও মো. নিজামউদ্দিন শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। ছবি: ঢাকা টাইমস

আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

অধ্যক্ষ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনয়ন বোর্ড।

এসব শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করায় সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি, দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বলেন, মূলত আলফাডাঙ্গার কলেজগুলোর মধ্যে বরাবরই ভালো ফলাফল অর্জন করে আসছে আলফাডাঙ্গা আদর্শ কলেজ। এই অঞ্চলে শিক্ষার গুণগত মান ধরে রাখতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সবাই এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আমার প্রত্যাশা।

(ঢাকাটাইমস/০৪মে/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তথ্য উপদেষ্টার দিকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা