পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৫, ১৫:৫২
অ- অ+

পাবনার চাটমোহর উপজেলায় গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ফজলুল হক (৫২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফজলুল হক উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

জানা গেছে, লাউতিয়া গ্রামের অতুল নামে এক ব্যক্তির দুটি গাছ কাটে এক ব্যাপারী। শুক্রবার গাছ কাটতে যাই ফজলুল হকসহ আরো কয়েকজন দিনমজুর। দুপুর সাড়ে ১২টার দিকে গাছে ওঠার সময় পা পিছলে নিচে মাটিতে পড়ে মাথায় আঘাত পান ফজলুল হক। এ সময় তার কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ফজলুল হক নামের এক দিনমজুর গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতে মসজিদ পরিদর্শনে ট্রাম্প, বললেন ‘বিস্ময়কর সংস্কৃতি’
বাংলাদেশকে কোনো পরাশক্তির কাছে বন্ধক রাখতে চাই না: হাসনাত আবদুল্লাহ
নির্বাচন দিন, কেন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আপনার বোঝা উচিত: ড. ইউনূসকে কামাল জামান মোল্লা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলো সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা