মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রম্পের এমন দাবি দ্রুততার সঙ্গে নাকচ করেছে ভারত।
কাতারের দোহায় ব্যবসায়িক নেতাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ‘দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের ওপর মূলত কোনো শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।’
অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বাণিজ্যচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।’
তিনি বলেন, ‘যেকোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এবং উভয় দেশের জন্য কার্যকর হতে হবে। বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা। চুক্তি না হওয়া পর্যন্ত এর ওপর কোনো রায় দেওয়া আগাম বলা হয়ে যাবে।’
দোহায় বক্তব্য রাখার সময় অ্যাপলের ভারতে আইফোন উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছেন যে তিনি চান না অ্যাপল ভারতে কিছু উৎপাদন করুক, কারণ এটি "বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর একটি"।
ট্রাম্প আরও বলেন, ‘তারা (ভারত) আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে মূলত তারা আমাদের ওপর কোনো শুল্ক আরোপ না করতে সম্মত হয়েছে। আমি বলেছিলাম টিম, আমরা তোমার সাথে সত্যিই ভালো ব্যবহার করছি। বছরের পর বছর ধরে তুমি চীনে যে সমস্ত কারখানা তৈরি করেছো, আমরা তা সহ্য করেছি। ভারতে তুমি যে কারখানা তৈরি করবে তাতে আমাদের কোনো আগ্রহ নেই। ভারত নিজেরাই নিজেদের সামাল দিতে পারে।’
এই মাসের শুরুতে আয় প্রতিবেদন তুলে ধরার সময় অ্যাপল জানিয়েছিল, তারা বেশিরভাগ আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে স্থানান্তর করছে। আর আইপ্যাড এবং অ্যাপল ওয়াচের মতো পণ্যের প্রধান উৎপাদন কেন্দ্র হবে ভিয়েতনাম।
প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৭ শতাংশ শুল্ক আরোপ করেন। এমন অবস্থায় দিল্লি দ্রুততম সময়ে একটি বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ৯০ দিনের বিরতি ৯ জুলাই শেষ হয়ে যাবে।
সূত্র: বিবিসি
(ঢাকাটাইমস/১৬মে/এমআর)

মন্তব্য করুন