রাজধানীতে শিলাবৃষ্টি, কমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ২৩:৪৯ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ২২:৪৫
বৃষ্টির সঙ্গে পড়ছে শিল, ছবিটি রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তোলা। ছবি: ঢাকা টাইমস

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবনে স্বস্তির বৃষ্টি সাময়িক শীতলতা নিয়ে আসে গত বৃহস্পতিবার রাতে। এরপরের রাতেও রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি হয়। তবে তাপদাহ খুব একটা কমেনি।

অবশেষে বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে রাজধানীতে। রবিবার রাত ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে শিল পড়লেও তীব্র গরমের হাঁসফাঁস কমায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।

রাজধানীর ইস্কান, মগবাজার, মৌচাক, মালিবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি বা কালবৈশাখীর খবর পাওয়া গেছে।

তবে এদিন বিকাল থেকেই তাপমাত্রা কিছুটা কম ছিল। সন্ধ্যার দিকে হালকা বাতাসও বয় কোথাও কোথাও, যা আগাম স্বস্তির বৃষ্টির আভাস দেয়। সেই সঙ্গে কালবৈশাখীর শক্ত বার্তা দিয়ে গেল রাতের বৃষ্টি।

রাজধানীর মালিবাগের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘টানা একমাসের তীব্র গরমে জীবন চলে যাওয়ার মতো অবস্থা। কাজকর্মে অস্বস্তি, ঘুমাতে অস্বস্তি, চলতে-ফিরতে সব জায়গায় অস্বস্তি। সেদিন রাতে বৃষ্টি হলেও গরম তেমন কমেনি। আজ বৃষ্টিতে মনে হচ্ছে তাপদাহ কমবে।’

প্রসঙ্গত, এ মৌসুমে যশোরে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।

সংশ্লিষ্ট খবর: দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

এমনকি দেশের আবহাওয়ার রেকর্ড অনুযায়ী এটি দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া রেকর্ড সূত্রে এর আগে ১৯৭২ সালের ১৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড পাওয়া যায়। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ৫৮ বছরের ইতিহাসে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৫ এপ্রিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৯৬০ সালে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার থেকে রাজধানীর তাপমাত্রা টানা কমতির দিকে রয়েছে। সর্বশেষ শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা আজ ২৫ ডিগ্রিতে নেমে এসেছে।

বৃষ্টির পর রবিবার রাত ১১টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

এদিকে আবহাওয়া সূত্র বলছে, চলতি মাসে দেশে গড়ে ১৩টি বজ্র ঝড় বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কমবেশিও হতে পারে। তবে এই মাসে আরও একবার তাপদাহ আসার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/০৫মে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :