বাচসাস’র সদস্যপদ নবায়নের আহ্বান, নির্বাচন ২৭ জুলাই

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ২০:১০| আপডেট : ১৮ মে ২০২৪, ১৪:৪৮
অ- অ+

সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সদস্যদের ২০২২-২০২৪ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহ্বান জানিয়েছে। এছাড়া ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।

১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বাচসাসের মালিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৭ জুলাই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, ‘৩০ মে’র মধ্যে সদস্যপদ নবায়নের জন্য ২০২২-২০২৪ মেয়াদের দুই বছরের ২৪০ টাকা জমা দিতে হবে।’ একইসঙ্গে এক কপি ছবি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সদস্যদের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হবে।’

এছাড়া যথাসময়ে নির্বাচন কমিশনকে চিঠি প্রদান ও ২৭ জুলাই শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং একইদিন ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়।

সভায় বাচসাস’র সহ সভাপতি অনজন রহমান, রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, কার্যনির্বাহী সদস্য লিটন রহমান, রুহুল আমিন ভূঁইয়া, রুহুল সাখওয়াত, আমিনুর রহমান লিটন ও আমিনুল হক রাশেদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭মে/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি: ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা