সুনামগঞ্জে ভয়াবহ আগুন: ২০টি বসতঘর পুড়ে ছাই

সুনামগঞ্জের জামালগঞ্জে লাকড়ির চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। খোলা আকাশের নিচে অবস্থান করছে ওই পরিবারগুলোর সদস্যরা। এঘটনায় কেউ আহত না হলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছন ক্ষতিগ্রস্তরা।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর ও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও দিলীপকুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বিকালে কবির মিয়ার রান্না ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। একটি ঘরের সঙ্গে আরেকটি ঘর পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখে আহসান পুরসহ পাশের মাহমুদপুর, হরিনাকান্দি ও হরিপুর গ্রাম থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসও এসে যোগ দিলে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার জানান, ফায়ার সার্ভিস ও গ্রামবাসীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিক জামালগঞ্জ থেকে স্পিডবোডে ফায়ার সার্ভিসের এক দল সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফলে আগুনের ভয়াবহতা কম ছিল।
জামালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার বিজয় সিংহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের ৯ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এই বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন