অগ্রণী ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৪, ১৮:৩৪
অ- অ+

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘ শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মানোন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির এবিটিআই প্রশিক্ষণ কক্ষে কর্মশালার আয়োজন করা হয়।

এবিটিআইয়ের পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম । বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদা বেগম বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের শাখা পর্যায়ের ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। আপনারা গ্রাহক সেবায় নিজেকে নিবেদিত রেখে নিয়মনীতি মেনে কাজ করে ব্যাংকের ব্যবসা বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবেন।’ পরে তিনি একটি সেশন পরিচালনা করেন। (ঢাকাটাইমস/১৮ম/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা