জানা গেল রাখির অসুস্থতা, জরায়ুতে বিরাট টিউমার নায়িকার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৭:১৬
অ- অ+

গত কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। হাতে স্যালাইনের নল, হাসাপাতালের বিছানায় শুয়ে থাকা নায়িকার ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। অনেকে ভেবেছিলেন, এটা রাখির কোনো নতুন নাটক। ফের প্রচারের আলোয় আসার জন্য এসব করছেন।

আবার শোনা যাচ্ছিল, হার্টের সমস্যা দেখা দিয়েছে রাখির। তবে অবশেষে জানা গেল তার অসুস্থতার কারণ। রাখির জরায়ুতে টিউমারের খোঁজ মিলেছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিং। প্রায় ১০ সেন্টিমিটার সাইজের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছে তার জরায়ুতে।

খবরটি নিশ্চিত করেছেন রাখিও। নায়িকা জানিয়েছেন, শনিবার তার অস্ত্রোপচার হবে। রাখি বলেন, ‘আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। এই শনিবারই অপারেশন। এর থেকে বেশি কথা বলতে পারছি। রিতেশ (প্রাক্তন স্বামী) আমার ব্যাপারে সব জানাবে।’

রাখি আরও জানান, একবার তার অস্ত্রোপচার হয়ে গেলে টিউমারের আকার দেখাবেন সবাইকে। বলেন, ‘অস্ত্রোপচারের কয়েকদিন আগেই আমাকে ভর্তি হতে হলো। কারণ রক্তচাপ থেকে অন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন।’

রাখির প্রাক্তন স্বামী রিতেশ বলেন, ‘ওর অবস্থা হয়েছে রাখাল ছেলের গল্পের মতো। ও এখন সত্যিই অসুস্থ। কিন্তু কিছু মানুষ সেটা বিশ্বাস করতে চাচ্ছে না। তারা ভাবছে, ও আবার কোনো বিতর্ক তৈরি করতে চাচ্ছে। যারা সত্যিই রাখিকে জানেন, তারা ওর সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’

(ঢাকাটাইমস/১৭মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা