নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ: বিশ্বম্ভরপুরে ৭ বিএনপি নেতাকে বহিষ্কারের সুপারিশ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ৭ নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রহসনের বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুছ সোবাহান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম তালেব, সহ গ্রাম বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান ও সদস্য মো. ফারুক আহমেদ নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেছে। উল্লিখিত ব্যক্তিগণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা এখন পর্যন্ত জবাব দেননি। এই অবস্থায় তাদেরকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল এবং পরর্বতী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হল।
বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করায় বিশ্বম্ভপুর উপজেলা বিএনপির ৭ নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন