ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
| আপডেট : ০৪ মে ২০২৪, ১৩:৪০ | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১৩:২৩

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন।

শুক্রবার পৌর শহরের জননী প্লাজায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার।

ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল বারী বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমরানুল হক আনোয়ার, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল আলম আশরাফ, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব আল আকাশ, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব শফিকুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনজারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে আসন্ন ডোমার উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :