দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় ডাকাতিকালে সন্ত্রাসীদের হামলায় কামাল হোসেন ওরফে আসিফ ইকবাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন স্থানীয় ডাকাতরা হানা দিলে পালানোর সময় হামলায় নিহত হোন ওই ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী কামাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রী এবং আলিনা নামে ৯ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের ভাগিনা আরাফাত হোসেন সিফাত জানান, ‘কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করছিলেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।’
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ী কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা চলছে।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

মন্তব্য করুন